শুরুর দিকে পেসাররা সুবিধা পেতে পারে, দ্বিতীয়ত পরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ডাকওয়ার্থ লুইসের হিসেব কষে ব্যাটিং সহজ হবে। তবে বড় স্কোরের ম্যাচ প্রত্যাশা করা হচ্ছে। আর্দ্রতা কাটলে ব্যাটাররা শট খেলতে পারবেন। হার্ড পিচ। বাউন্সও রয়েছে। দক্ষিণ আফ্রিকার পিচে এমনটাই প্রত্যাশিত।
স্কাইয়ের টস হার, ওয়েটিং লিস্টেই রমনদীপরা; অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকা
ডারবান। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে স্বপ্নের মাঠ। এই মাঠেই ২০০৭ সালে উদ্বোধনী বিশ্বকাপে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। গত সফরে বৃষ্টির কারণে এখানে ম্যাচ খেলার সুযোগ পায়নি স্কাইয়ের ভারত। স্কোয়ার বাউন্ডারি মাত্র ৫৬ মিটার। প্রচুর বৃষ্টি হওয়ায় পিচে আর্দ্রতাও রয়েছে। সঙ্গে প্রচণ্ড হাওয়া। এখানে রান তাড়া করাই শ্রেয়। তার দুটো কারণ। শুরুর দিকে পেসাররা সুবিধা পেতে পারে, দ্বিতীয়ত পরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ডাকওয়ার্থ লুইসের হিসেব কষে ব্যাটিং সহজ হবে। তবে বড় স্কোরের ম্যাচ প্রত্যাশা করা হচ্ছে। আর্দ্রতা কাটলে ব্যাটাররা শট খেলতে পারবেন। হার্ড পিচ। বাউন্সও রয়েছে। দক্ষিণ আফ্রিকার পিচে এমনটাই প্রত্যাশিত।
আর শুরুতেই অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম। ভারতের কাছে নিঃসন্দেহে প্রথমে ব্যাট করা কঠিন চ্যালেঞ্জ। তবে উঠে আসছে আইপিএল প্রসঙ্গও। অকশন নিয়ে ড্রেসিংরুমে আলোচনা হচ্ছে কিনা। প্রোটিয়া অধিনায়ক পরিষ্কার জানালেন, ‘এখনই অকশন নিয়ে ভাবছি না। এই সিরিজে ভালো পারফর্ম করতে পারলে সেটা আমাদের কাছে বোনাস।’ প্রোটিয়া জার্সিতে অভিষেক পেসার আন্দিলে সিমেলেনের।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে কোনও পরীক্ষায় হাঁটল না। ফলে ওয়েটিং লিস্টেই সদ্য টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া রমনদীপ সিংরা। টস হার নিয়ে অবশ্য চিন্তিত নন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বরং, তিনিও জানলেন টস জিতলে ব্যাটিংই নিতেন। শুরুতে ব্যাট করে প্রতিপক্ষর জন্য বড় টার্গেট সেট করাটাই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ক্যাপ্টেন স্কাই।
Post A Comment:
0 comments so far,add yours