ফ্রান্সিস এক্কা নামে ওই তৃণমূল নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ ও এনডিআরএফ-এর যৌথ অভিযানে আটক করা হয় তাঁকে। মিরিক থানায় চলছে জিজ্ঞাসাবাদ।
তৃণমূল নেতার বাড়িতে মিলল প্রাণঘাতী তেজষ্ক্রিয় 'ক্যালিফোর্নিয়াম', এক গ্রামের দাম ১৭ কোটি, উদ্ধার DRDO-র নথি!
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রাণঘাতী তেজষ্ক্রিয় রাসায়নিক। দার্জিলিং-এর নকশালবাড়ির তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ‘ক্যালিফোর্নিয়াম’ নামে বহুমূল্য ওই তেজষ্ক্রিয় রাসায়নিক। এই রাসায়নিকের এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। পরমাণু চুল্লীর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রাসায়নিক। তৃণমূল নেতার বাড়িতে কীভাবে সেটা এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আজ, শুক্রবার পুলিশ ও এনডিআরএফ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ওই রাসায়নিক। তাঁর বাড়িতে শুধু ওই রাসায়নিকই নয়, ডিআরডিও-র নথি পাওয়া গিয়েছে বলেও সূত্রের খবর। ওই নেতা কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, কোনও বড় নাশকতার ছক ছিল না তো?
সূত্রের খবর, নেপালে তাঁর যাতায়াত ছিল। সম্প্রতি তাঁর চালচলন-পোশাকে নাকি বড় পরিবর্তন হয়েছিল সম্প্রতি, যা চোখে পড়েছিল প্রতিবেশীদেরও। তবে দাপুটে নেতা হওয়ায় কেউ কোনও প্রশ্ন তোলেননি। ওই নেতাকে আটক করে মিরিক থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা আরকে দাস। তিনি বলেন, “ক্যালিফোর্নিয়াম অত্যন্ত সেন্সিটিভ, ডেঞ্জারাস। একটা সাধারণ মানুষের বাড়িতে কীভাবে এল, সেই প্রশ্ন তো উঠবেই। এই রাসায়নিক খুব গোপনভাবে ব্যবহার হয়। এই ক্ষেত্রে নিরাপত্তার গাফিলতি সামনে আসছে। এটা দেশের জন্য চিন্তার বিষয়।”
সবিস্তারে আসছে…
Post A Comment:
0 comments so far,add yours