সিবিআই-এর চার্জশিট নিয়েই একাধিক প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ, তিলোত্তমার বাবা-মাকে কেন অপেক্ষা করতে হল, সেই তথ্য চার্জশিটে উল্লেখ করা নেই বলে দাবি জুনিয়র ডাক্তারদের।
'সাদা, গাঢ়, চটচটে তরলের DNA পরীক্ষার রিপোর্ট কই?', আরজি কর কাণ্ডে নতুন করে উঠল একগুচ্ছ প্রশ্ন
ফাইল ছবি
চার্জ গঠনের পর আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত যা বলেছেন, তা বিস্ফোরক। সংবাদমাধ্যমের সামনে চিৎকার করে দাবি করেছেন যে, তিনি নির্দোষ, ডিপার্টমেন্ট তাঁকে চুপ করে থাকতে বলেছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের সেই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তদন্ত নিয়েও। এই বক্তব্য শোনার পর এবার নতুন করে তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন জুনিয়র ডাক্তাররাও। সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম (WBJDF)-এর সদস্যরা।
প্রশ্ন ১: ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ আছে, নিহতের এন্ডোসারভাইকাল ক্যানালে সাদা, গাঢ়, চটচটে তরলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সেই তরলের ডিএনএ পরীক্ষা হয়েছে কি? হলে রিপোর্ট কোথায়?
প্রশ্ন ২: চার্জশিটে বলা হয়েছে, ডিএনএ (DNA) পরীক্ষায় তিলোত্তমার শরীরের উপরিভাগে ধৃত ব্যক্তির লালারস থাকার প্রমাণ মিলেছে। প্রশ্ন হল, লালারসের ডিএনএ পরীক্ষার কতা উল্লেখ থাকলে সাদা, গাঢ় তরলের ডিএনএ পরীক্ষার উল্লেখ নেই কেন?
Post A Comment:
0 comments so far,add yours