সাগরের কয়লাপাড়াতে তৈরি করা হলো ৩২ ফুট উচ্চতার কালী মায়ের প্রতিমা
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন কয়লাপাড়াতে
উত্তর হারাধনপুর,দেবী মথুরাপুর, কয়লাপাড়া যুব গোষ্ঠীর পরিচালনায় কালী মায়ের পূজা উপলক্ষে তৈরি করা হলো ৩২ ফুট উচ্চতার কালী মায়ের প্রতিমা,এই বছর এই পুজো,দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করেছে,
সাগরের কয়লাপাড়ার হিন্দু এবং মুসলমান সবাই একসঙ্গে মিলে এই কালী পুজোটি করে,এই পুজো কমিটি আবারো একবার প্রমাণ করে দিলো ধর্ম যে যার উৎসব সবার,
সাগরের কয়লাপড়াতে ৩২ ফুট উচ্চতার এই প্রতিমা টি দীর্ঘ দুই থেকে আড়াই মাস অক্লান্ত পরিশ্রম করে উত্তর হারাধনপুর এলাকার প্রতিমা শিল্পী উত্তম মন্ডল তার সহকর্মীদের নিয়ে তৈরি করেছেন,
৩০ শে অক্টোবর বুধবার রাতে আমাদের কাকদ্বীপ ডট কমের সামনে ওই প্রতিমা শিল্পী উত্তম মণ্ডল ওই বিষয়ে কি বললেন শুনুন,
এদিন ওই বিষয়ে ওই পুজো কমিটির একজন সদস্য আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে উত্তম গুড়িয়া কি বললেন শুনুন
এদিন ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে পূজা কমিটির অন্যতম সদস্য জব্বর সাহা কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours