আলুর আলুর জন্য দুশ্চিন্তা পড়েছে মধ্যবিত্ত, দরিদ্ররা।।



রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নির্দেশ দিয়েছেন সবজি কিংবা আলু পিয়াজের দাম কম করতে হবে। তবুও এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, গঙ্গাসাগর, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় সবজির দাম এতই রয়েছে যে বাজারে করতে গেলে হাতে ছেকা লাগছে মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র মানুষদের। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিগত দুই থেকে তিন মাস ধরে চলছে এবং এখনো পর্যন্ত আলুর দাম কিংবা পেঁয়াজের দাম কম হয়নি।
 যেমন আলুর দাম চলছে ৩২ টাকা প্রতি কিলো, তেমনি পিয়াজের দাম (৬০ - ৭০) প্রতি কিলো, অপরদিকে দেখতে গেলে রসুন দাম প্রায় ৮০ থেকে ৯০ টাকা আদা ৭৫ থেকে ৮০ টাকা। শীতের মরশুমে সবজির দাম কমতে থাকে তবে এখনো পর্যন্ত সবজির দাম কমছে না, দৈনন্দিন বাজার হাট নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, সিম ৫০ টাকা, টমাটো ৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, পটল ৭০ টাকা। সবজি থেকে শুরু করে আলুর দাম বা পেঁয়াজের দামও এত পরিমানে থাকার কারণে কোনো মধ্যবিত্ত কিংবা দরিদ্র মানুষ ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে, বাজার ব্যাগের এক কোণে পড়ে থাকছে সমস্ত সবজি।


যেদিকে বাঙালির আলু মানে সর্বপ্রিয়। সেই আলু নিজেই দুশ্চিন্তায় পড়েছে মানুষজন। তবে মধ্যবিত্ত কিংবা দরিদ্র মানুষরা তাকিয়ে রয়েছে কবে স্বাভাবিক হবে সবজি থেকে শুরু করে আলুর দাম।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours