কাকদ্বীপ বিধান ময়দানে শুরু হল "বাংলা মোদের গর্ব" অনুষ্ঠান
দক্ষিণ ২৪ পরগনার তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে শুক্রবার থেকে কাকদ্বীপ বিধান ময়দানে শুরু হল "বাংলা মোদের গর্ব" অনুষ্ঠান, চলবে আগামী রবিবার পর্যন্ত। এই অনুষ্ঠানে মূলত প্রদর্শনী, মেলা, এক্সপো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। মন্দিরবাজার, জয়নগর, রাজপুর সোনারপুর, মথুরাপুর, কাকদ্বীপ ও কুলপি ব্লকের স্বনির্ভর গোষ্ঠী গুলি এই স্টল গুলিতে তাঁদের পসরা সাজিয়ে নিয়ে বসেছেন।
এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা। উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও, সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সাংসদ বাপি হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে প্রতিদিন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান প্রাঙ্গণে ১৫টি স্টল খোলা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours