লাঠিচার্জও করতে দেখা যায় পুলিশকে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বেকবাগান। আন্দোলনকারীদের চাপে ভেঙে যায় পুলিশের ব্যারিকেডও। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে চাইছেন আন্দোলনকারীরা।
হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধন্ধুমার, মাথা ফাটল পুলিশের, বিজেপিকে তুলোধনা কুণালের
রাজনৈতিক মহলেও জোর চাপানউতোর
হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধন্ধুমার। ধস্তাধস্তিতে মাথা ফাটল পুলিশের। প্রসঙ্গত, দিন যত যাচ্ছে ততই উত্তাল হচ্ছে বাংলাদেশ। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে আরও জটিল হয়ে যাচ্ছে পরিস্থিতি। তাঁর মুক্তির দাবি সরব একের পর এক হিন্দু সংগঠন। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়েছে বিজেপিও। এদিন শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলও করে বিজেপি। কিন্তু, মিছিল শুরুর কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক অশান্তি। পুলিশ মিছিল আটকাতেই একাবারে ধুন্ধুমার কাণ্ড।
লাঠিচার্জও করতে দেখা যায় পুলিশকে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বেকবাগান। আন্দোলনকারীদের চাপে ভেঙে যায় পুলিশের ব্যারিকেডও। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে চাইছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল আচমকা আটকে দেয় পুলিশ। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কিও করতে দেখা যায় সংগঠনের নেতাদের। কিন্তু, তারপরেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ধস্তাধস্তির মধ্যেই এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় বলে জানা যাচ্ছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে যখন ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজনৈতিক মহল তখন বিজেপিকে একহাত নিতে দেখা যায় তৃণমূল নেতা কুণাল ঘোষকে। তাঁর দাবি, “অশান্তি করতে গিয়ে বাংলাদেশ ইস্যুকে ঘেঁটে দিচ্ছে বিজেপি। রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে গিয়ে বিশৃঙ্খলা করছে।”
Post A Comment:
0 comments so far,add yours