মগরাহাট স্টেশনে আগুন, আগুনে ভস্মীভূত আট থেকে দশটি দোকান
গঙ্গাসাগরে মহিলাদের পরিচালনায় ধুমধাম করে শুরু হলো ২৪ প্রহর নামযজ্ঞ
পাথরপ্রতিমা কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল হলো কাকদ্বীপ লক্ষীনারায়নপুর সবুজ সংঘ এবং রানার্স আপ দল হলো পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন
কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
তাঁকে নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। তিনি কী করেন? কী খান? তাঁর দৈনন্দিন জীবন সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। রাজনীতির ময়দানে পা দেওয়ার পর সেই কৌতূহল আরও বেড়েছে।
কথা হচ্ছে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন শুধু নায়িকা নন। সঞ্চালিকা হিসাবেও তিনি সফল।
একহাতে করলার রস, অন্যহাতে অ্যালোভেরা! কী ভাবে নিজের যত্ন নেন রচনা?
তাঁকে নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। তিনি কী করেন? কী খান? তাঁর দৈনন্দিন জীবন সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। রাজনীতির ময়দানে পা দেওয়ার পর সেই কৌতূহল আরও বেড়েছে। কথা হচ্ছে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন শুধু নায়িকা নন। সঞ্চালিকা হিসাবেও তিনি সফল।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে অনেকবারই বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু তিনি নিজের মতো কাজ করেই চলেছেন। তাঁকে দেখে সকলের মনে একটাই প্রশ্ন জাগে তিনি কী করে এই ভাবে নিজের চেহারা ধরে রেখেছেন। এখনও তিনি সেই রকমই ছিপছিপে। ২০ বছর আগে তাঁকে যেভাবে দেখেছেন সবাই। এখনও তেমনই তিনি।
Post A Comment:
0 comments so far,add yours