এরপরই দেখা যায় ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাঁরা হাঁটা শুরু করেন গন্তব্যের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে পূর্ব রেলের পক্ষ থেকে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে ঢোকার সময় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এবং তার ইঞ্জিন বদলানোর কাজ চলছে যার ফলেই দীর্ঘক্ষণ যাত্রী ভোগান্তি।

স্টেশনে দাঁড়িয়ে গেল একের পর এক লোকাল, কী হল হাওড়ায়?
হাওড়া স্টেশনে দাঁড়িয়ে গেল একের পর এক লোকাল


হাওড়া: বুধবার। কর্মব্যস্ত দিন। মূলত, অফিসের জন্য প্রচুর মানুষের ভরসা লোকাল ট্রেন। কিংবা অনেকেই প্রয়োজনীয় কাজে আসেন হাওড়া স্টেশনে। তবে আজ হল বিপত্তি। ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় লাইন দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিট পর স্বাভাবিক হয় পরিষেবা।

রেলসূত্রে খবর, এ দিন সকাল পৌনে এগারোটা নাগাদ হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল লোকাল ট্রেন। জানা যায়, বর্ধমান থেকে হাওড়া ঢোকার মুখে তিন নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যায়। ফলে একের পর এক লোকাল দাঁড়িয়ে থাকে। জানা যায়, হাওড়া স্টেশনের তিন, চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে ট্রেনগুলি। এ দিকে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার খানিকটা বিরক্ত হন যাত্রীরা।

এরপরই দেখা যায় ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাঁরা হাঁটা শুরু করেন গন্তব্যের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে পূর্ব রেলের পক্ষ থেকে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে ঢোকার সময় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এবং তার ইঞ্জিন বদলানোর কাজ চলছে যার ফলেই দীর্ঘক্ষণ যাত্রী ভোগান্তি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours