কয়েক দিন পরেই মুক্তি পাবে দক্ষিণী অভিনেত্রীর তথ্যচিত্র 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল'। যে তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে ধনুশ প্রযোজিত সিনেমা 'নানুম রাউডি ধান' ছবির একটি ছোট অংশ। 


এখান থেকেই শুরু যথ সমস্যার। ধনুশের সিনেমাটি তথ্যচিত্রে ব্যবহারের অপরাধে ১০ কোটি টাকা আইনি নোটিস পাঠানো হয়েছে নায়িকাকে।
'নিজের আসল রূপ লুকিয়ে রাখেন', ধনুশকে একহাত নিলেন নয়নতারা


কয়েক দিন পরেই মুক্তি পাবে দক্ষিণী অভিনেত্রীর তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। যে তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে ধনুশ প্রযোজিত সিনেমা ‘নানুম রাউডি ধান’ ছবির একটি ছোট অংশ। এখান থেকেই শুরু যথ সমস্যার। ধনুশের সিনেমাটি তথ্যচিত্রে ব্যবহারের অপরাধে ১০ কোটি টাকা আইনি নোটিস পাঠানো হয়েছে নায়িকাকে।

ধনুশের দাবি, তাঁর অনুমতি না নিয়েই অভিনেত্রী তাঁর ছবির ক্লিপটি ব্যবহার করেছেন। যে সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নিজেই । কিন্তু বিনা অনুমতিতে ব্যবহার করার অপরাধে তাঁকে নোটিস পাঠিয়েছেন অভিনেতা।

আইনি নোটিস পাওয়ার পরেই রবিবার একটি খোলা চিঠিতে ধনুশের উদ্দেশ্যে নয়নতারা লেখেন, ‘আপনি নিজেকে যতটা মহান দেখান ততটা একেবারেই নন। ছবি প্রচারের সময় আপনি নিজের আসল রূপ লুকিয়ে রাখেন। আপনি নিজেকে সহজ সরল অনুরাগীদের সামনে যেভাবে তুলে ধরেন, আদতে আপনি একেবারেই তেমন নন। এই আইনি বার্তা তারই প্রমাণ।’ নায়িকার এই পোস্টে সহমত জানিয়েছেন ধনুশের অন্য সহঅভিনেত্রীরাও। সেই তালিকায় রয়েছে পার্বতী থিরুভোথু, অনুপমা, পরমেশ্বর, শ্রুতি হাসান, ঐশ্বর্য লক্ষী সহ একাধিক অভিনেত্রীর নাম।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours