অভিযোগ, ছেলেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছেন মা-কে। মালদহের হবিবপুরের মধ্যম কেন্দুয়া গ্রামের ঘটনা। এই কথা প্রকাশ্যে আসার পর গ্রামবাসীরা ছেলেকে ধরে ফেলে। প্রকাশ্যে চলে মারধর।


মাথা থেকে গলগল করে ঝরছ রক্ত, ২০ টাকা দিতে পারেনি মা, তাই কি এত বড় শাস্তি!
প্রতীকী ছবি

প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরেছিলেন মা। ফেরার পরই ছেলের সঙ্গে বচসা বাঁধে। আত্মীয়রা বলছেন, এটা নতুন কিছু নয়। মায়ের সঙ্গে প্রায়শই ঝগড়া চলত। প্রতিবেশীদের কানেও যেন সে সব। তবে মঙ্গলবার দুপুরে সেই বিবাদ চরমে পৌঁছয়। পাশে প্রৌঢ়ার বোনের বাড়িতে গিয়ে এক শিশু জানায় যে প্রৌঢ়া আর নড়ছেন না, শুয়ে আছেন মেঝেতে। এই শুনে তাঁর বোন ছুটে গিয়ে দেখেন দিদি আর নেই।

অভিযোগ, ছেলেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছেন মা-কে। মালদহের হবিবপুরের মধ্যম কেন্দুয়া গ্রামের ঘটনা। এই কথা প্রকাশ্যে আসার পর গ্রামবাসীরা ছেলেকে ধরে ফেলে। প্রকাশ্যে চলে মারধর। ঘরের ভিতর তাঁকে বেঁধে রেখে মারধর করেন প্রতিবেশীরা।

অভিযুক্ত ছেলের নাম চয়ন সিংহ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত মহিলার নাম আরতি সিংহ। জানা গিয়েছে, চয়ন সিংহ শ্রমিকের কাজ করতেন। এখন আর কিছুই করেন না। আত্মীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে মায়ের কাছে ২০ টাকা চেয়েছিলেন তিনি। সেটা না পেয়েই মা-কে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ। ছেলের মানসিক ভারসাম্য ঠিক ছিল না বলেই দাবি করেছেন আত্মীয়রা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours