প্রসঙ্গত, মঙ্গলবার সল্টলেকে দুই বাসের রেষারেষির জেরে প্রাণ যায় স্কুল ফেরত এক শিশুর। মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল সে। সেই সময় আচমকা একটি বাসের ধাক্কা লাগে স্কুটিতে। ছিটকে পড়ে যায় সে। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই শিশুর।
সল্টলেকে পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু, মমতার ফোন গেল কুণাল-স্নেহাশিসের কাছে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন গেল কুণাল-স্নেহাশিসের কাছে
সায়ন্ত ভট্টাচার্য ও দীক্ষা ভুঁইঞার রিপোর্ট
কলকাতা: সল্টলেকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওভারটেক বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে ফোনে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১৪ নভেম্বর নগরায়ন ভবনে বৈঠক ডাকল রাজ্য।
প্রসঙ্গত, মঙ্গলবার সল্টলেকে দুই বাসের রেষারেষির জেরে প্রাণ যায় স্কুল ফেরত এক শিশুর। মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল সে। সেই সময় আচমকা একটি বাসের ধাক্কা লাগে স্কুটিতে। ছিটকে পড়ে যায় সে। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই শিশুর। গতকালও মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় প্রাণ যায় চার জনের। একের পর এক এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
এরপর আজ নবান্ন থেকে বৈঠক ডাকেন মমতা। মিটিংয়ে উপস্থিত থাকার কথা পরিবহণ ও পুর-নগরায়ণ মন্ত্রী। থাকবেন রাজ্য পুলিশের ডিজি,কলকাতা ও বিধাননগরের সিপি। এছাড়াও বৈঠকে থাকতে পারেন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। বেসরকারি বাস-মিনিবাস সংগঠন, বিভিন্ন সরকারি পরিবহণ সংস্থার প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে এই বৈঠকে।
Post A Comment:
0 comments so far,add yours