ইউরোপা লিগের ম্যাচে আক্রান্ত একঝাঁক ইজরায়েলি সমর্থক। অ্যামস্টারডাম খেলা ছিল আয়াক্স ও মাক্কাবি তেল আভিভের সঙ্গে। সেই ম্যাচের পর হামলা চলে।
ইউরোপা লিগের ম্যাচে আক্রান্ত একঝাঁক ইজরায়েলি সমর্থক। অ্যামস্টারডাম খেলা ছিল আয়াক্স ও মাক্কাবি তেল আভিভের সঙ্গে। সেই ম্যাচের পর হামলা চলে। তাতে মারাত্মক জখম হয়েছেন অনেকে। ওই ঘটনায় আটক ৫৭জন। এই ঘটনা ইজরায়েল-গাজা টেনশন আরও বাড়ছে। জানা গিয়েছে, সমর্থকদের দেশে ফেরাতে দুটো প্লেন পাঠাচ্ছে ইজরায়েল (Israel) সরকার।
ইউরোপা লিগে তেল আভিভ আয়াক্সের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে ম্যাচ হারে। এরপরই স্টেডিয়াম থেকে যখন ইজরায়েলি সমর্থকরা বেরোচ্ছিলেন, সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। জানা গিয়েছে, ‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান দিতে দিতে আক্রমণ চালানো হয়েছিল। অ্যামস্টারডামে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই হামলায় ৫জন সমর্থক বিরাট আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে পুলিশ জানিয়েছে, কোনও ইজরায়েলি সমর্থক নিখোঁজ কিনা, তা নিয়ে তদন্ত করছে তাঁরা।
Post A Comment:
0 comments so far,add yours