জমজমাট ভাবে শুরু হলো গঙ্গাসাগরের ধবলাটের মনসা মায়ের পূজো

মা মনসার দুই রকম রূপ। পৌরাণিক রূপ অন্যটি হলো লৌকিক রূপ। মা মনসা কে মূলত শিবের পুত্রী হিসেবে পুজো করা হয়। আগেকার দিনে মূলত জেলে ও কৃষক সম্প্রদায়ের মানুষ মায়ের পুজো করত। পরে ধীরে ধীরে এই পুজোর প্রচলন বাড়ে।
তেমনই দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতের অধীন ধবলাট মনসা বাজারে জমজমাট ভাবে শুরু হলো মনসা মায়ের পুজো এই পুজো বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কয়েকদিন ধরে চলবে বলে জানা গিয়েছে,

এদিন ওই পুজো কমিটির সম্পাদক রবিন জানা ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মল্ডল 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours