অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।"


'ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি', ভরা মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা
ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।’ ঝাড়গ্রামে বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মদিবসে আদিবাসী ভবনে অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।” অরূপ বিশ্বাস যখন একথা বলছিলেন, তখন মঞ্চের সামনেই ছিল ঝাড়গ্রামের কৃতি খুদে খেলোয়াড়রা। তাদের উদ্দেশ করেই বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরি কাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে।” আর তা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলে ফেলেন, “ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।”

অলিম্পিকে ভারত এখন পর্যন্ত ১০টি সোনা জিতেছে। ১৯০০ সালে প্যারিসে নর্ম্যান প্রিচার্ড জোড়া রুপো পান। তাঁর হাত ধরেই ভারতের প্রথম অলিম্পিক পদক প্রাপ্তি। ১৯২৮ সালে অ্যামস্টারডাম অলিম্পিকে হকি থেকে ভারত এনেছিল প্রথম সোনা। ১৯২৮ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত পরপর ছ’বার অলিম্পিকে হকিতে সোনা জিতেছিল ভারত। হকির সেই সোনার কাহিনি ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে শেষবার লিখেছিল ভারত।

শুধু টিম ইভেন্টই নয়, অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকেও এসেছে সোনা। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছেন নীরজ চোপড়া। যার অর্থ হল, অলিম্পিকে ভারতের সোনার ইতিহাস বেশ পুরনো। আর তাই মমতার মন্তব্য ঘিরে উঠেছে ঝড়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours