এক প্রাক্তন স্পিনার মনে করছেন, এ বার অজি সফর ভারতের জেতার সম্ভবনা এখনও ৫০-৫০ রয়েছে। একইসঙ্গে তিনি এক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, ঠিক যে সময় জমতে পারে বর্ডার-গাভাসকর ট্রফি।

 ঠিক কোন সময় বর্ডার-গাভাসকর ট্রফি জমবে? পারথ টেস্টের আগে প্রাক্তনী বললেন...
IND vs AUS: ঠিক কোন সময় বর্ডার-গাভাসকর ট্রফি জমবে? পারথ টেস্টের আগে প্রাক্তনী বললেন...

 অজি-ভূমে জয় দিয়ে সফরটা টিম ইন্ডিয়া (Team India) শুরু করলেই হতে পারে কেল্লাফতে। এমনটাই মনে করছেন দেশের এক প্রাক্তন ক্রিকেটার। ভারত ও অস্ট্রেলিয়ার উত্তেজক ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। অনেকেই টিম ইন্ডিয়াকে এই বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) পিছিয়ে রাখছেন। কারণ, ভারতের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় গিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। দেশের এক প্রাক্তন স্পিনার মনে করছেন, এ বার অজি সফর ভারতের জেতার সম্ভবনা এখনও ৫০-৫০ রয়েছে। একইসঙ্গে তিনি এক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, ঠিক যে সময় জমতে পারে বর্ডার-গাভাসকর ট্রফি।

ক্রীড়া সঞ্চালক যতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে ভারতীয় প্রাক্তন তারকা হরভজন সিং বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ার ট্রফি জয়ের সম্ভবনা প্রসঙ্গে বলেন, ‘এ বার ভারতের সম্ভবনা ৫০-৫০। আমি সম্প্রতি ভারত যে ক্রিকেট খেলেছে, তা বিবেচনা করছি না। কারণ পরিস্থিতি আলাদা ছিল। এমনকি ভালো ব্যাটাররাও এমন অনুভূতি দিয়েছে যে ওরা কীভাবে ব্যাট করতে হয় (নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে), জানে না। অনেকেই বলছেন সিনিয়রদের গিয়ে রঞ্জি খেলা উচিত। এর মাধ্যমে উদ্দেশ্য সাধিত হবে না। অস্ট্রেলিয়ার পরিবেশ আলাদা। পিচও খুব ভালো।’

ভাজ্জির কথায় প্রথম টেস্ট থেকেই ভারতকে রাশ হাতে নিতে হবে। তিনি বলেন, ‘প্রথম টেস্ট ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি ভারতীয় টিম পারথে জিতে শুরু করতে পারে, তা হলে সিরিজে একটা লড়াই দেখা যাবে। আর যদি ভারত শুরুটাই ভালো করতে না পারে, তা হলে টিমের জন্য সমস্যা বাড়বে। অস্ট্রেলিয়া যেহেতু দেশের মাটিতে খেলতে একটু এগিয়ে রয়েছে। আর ভারত যেহেতু দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে এসেছে, তাই একটু আত্মবিশ্বাস কম থাকবে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours