নারী সুরক্ষা ও মহিলা ক্ষমতায়নের কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী। মহিলাদের ক্ষমতায়নই দেশের উন্নয়নের চাবিকাঠি বলে তিনি মন্তব্য করেন। গত ১০ বছরে কেন্দ্র মহিলাকেন্দ্রিক প্রকল্প চালু করেছে বলে মোদী জানান। মহারাষ্ট্রে নারী সুরক্ষার জন্য পুলিশে ২৫ হাজার মহিলা নিয়োগ করা হবে বলে তিনি জানান।
চাকা নেই, ব্রেক নেই, অথচ চালক হতে চান রাহুলরা? বড় প্রশ্ন মোদীর
ধুলেতে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী
মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় মহা বিকাশ আঘাড়ি। শুক্রবার ধুলেতে প্রচারসভা থেকে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে এবং রাহুল গান্ধীদের জোটকে চাকাহীন, ব্রেকহীন গাড়ি বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোটকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
মহা বিকাশ আঘাড়িতে রয়েছে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। তাদের জোটকে কটাক্ষ করে এদিন ধুলেতে প্রধানমন্ত্রী বলেন, “আঘাড়ির গাড়িতে চাকা নেই, ব্রেক নেই। এবং চালকের আসনে কে বসবেন, তা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছেন। যেকোনও দিক থেকে আলাদা আলাদা হর্ন শোনা যায়।”
নারী সুরক্ষা ও মহিলা ক্ষমতায়নের কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী। মহিলাদের ক্ষমতায়নই দেশের উন্নয়নের চাবিকাঠি বলে তিনি মন্তব্য করেন। গত ১০ বছরে কেন্দ্র মহিলাকেন্দ্রিক প্রকল্প চালু করেছে বলে মোদী জানান। মহারাষ্ট্রে নারী সুরক্ষার জন্য পুলিশে ২৫ হাজার মহিলা নিয়োগ করা হবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, “দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে হারানোর চেষ্টা করেছিল কংগ্রেস।”
Post A Comment:
0 comments so far,add yours