নামখানার একটি মৌজার অস্তিত্ব এখন সঙ্কটে, চিন্তিত প্রশাসন।
নামখানার নারায়ণগঞ্জ মৌজার অস্তিত্ব এখন সঙ্কটের মুখে। হাতানিয়া দোয়ানিয়া নদী গিলে খেয়েছে এই মৌজার বিস্তীর্ণ অঞ্চল। বাকি যেটুকু জমি রয়েছে, তা বাঁচিয়ে রাখতেই প্রতিনিয়ত চলছে লড়াই।
গত পূর্ণিমার কোটালেও বাঁধের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে চলে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক মাসের মধ্যে নারায়ণগঞ্জের তিনটি জায়গায় নদী বাঁধে ধস নেমেছে। এই ঘটনার জেরে ২৫ জন গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবারই বেশ কিছুটা করে কৃষি জমি নদী গর্ভে চলে গিয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছে শুনুন
এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস কি বললেন শুনুন----
মঙ্গলবার এই অঞ্চলের নদী বাঁধ পরিদর্শন করেন সেচ দপ্তরের প্রধান সচিব মণীশ জৈন। তিনি বলেন, "এলাকাটি পরিদর্শন করলাম। আগামী দিনে ভাঙন রোধের ক্ষেত্রে কি করা যায়, ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করব।"
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours