মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করেছিলেন, তাদের দলের নীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নিয়ে চলবে। সেটাই অবস্থান হবে। তবে ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।


ধর্মের ওপর অত্যাচার হোক মানতে পারি না...' বাংলাদেশ নিয়ে এবার সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মমতা
বাংলাদেশ নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। তাঁর কথায়, ‘বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।’

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করেছিলেন, তাদের দলের নীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নিয়ে চলবে। সেটাই অবস্থান হবে। তবে ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছেন, সেটাও খোঁজ নিয়েছেন তিনি। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের অবস্থানের সঙ্গেই সহমত হবেন বলে মুখ্য়মন্ত্রী বিধানসভায় স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, “এটা কেন্দ্রীয় সরকারের বিষয় যে ধর্মের উপরে অত্যাচার হোক আমি মানতে পারি না।”

তবে এদিন তিনি ওয়াকফ বিলের বিরোধিতাও করেন। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র যে আইন এনেছে, তা লাঘু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে। আমি মনে করি রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কারণ রাজ্যেও ওয়াকফ সম্পত্তি আছে। আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি।” তিনি সংবাদ মাধ্য়ম থেকেই বিষয়টি দেখেছেন বলে দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার একটা জাস্ট একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে আপনাদের আপত্তি থাকলে জানতে পারেন। কিন্তু আমাদের সঙ্গে কিছু আলোচনা হয়নি।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours