সেটা করেছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ক্লিনসুইপ আটকাতে মরিয়া ভারত। বোলাররা দুর্দান্ত জায়গায়ও রেখেছেন। ব্যাটাররা অবশ্য ফের হতাশ করছেন। নতুন দিন কেমন যাবে, তার উপরও ম্যাচ এবং সিরিজের ভবিষ্যৎ নির্ভর করবে। এর মধ্যেই মজার ঘটনা।
একাদশে নেই, ওয়াংখেড়েতে উইকেট নিলেন অক্ষর প্যাটেলও!
Image Credit source: ScreenGrab
অক্ষর প্যাটেল খেলছেন না। কিন্তু উইকেট নিলেন! এটা কী ভাবে হয়? হয়নি। তবে মজা করে বলাই যায়। ওয়াংখেড়েতে চলছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজের শেষ টেস্ট। সিরিজে ২-০ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। সিরিজ আগেই নিশ্চিত করেছে। তাদের লক্ষ্য ভারতকে ক্লিনসুইপ করা। ২ ম্যাচের অধিক টেস্ট সিরিজে আগে কোনও দেশই এমনটা পারেনি। এমনকি ২ ম্যাচের সিরিজেও ঘরের মাঠে ভারত মাত্র একবারই ক্লিনসুইপ হয়েছিল। সেটা করেছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ক্লিনসুইপ আটকাতে মরিয়া ভারত। বোলাররা দুর্দান্ত জায়গায়ও রেখেছেন। ব্যাটাররা অবশ্য ফের হতাশ করছেন। নতুন দিন কেমন যাবে, তার উপরও ম্যাচ এবং সিরিজের ভবিষ্যৎ নির্ভর করবে। এর মধ্যেই মজার ঘটনা।
মুম্বইতে প্রচণ্ড গরম। তার উপর ভারতকে প্রথমে ফিল্ডিং করতে হয়েছে। পেসারদের ক্ষেত্রে কাজটা আরও কঠিন। স্পিনারদের ক্ষেত্রেও তাই। বোলিং না হয় শর্ট রান আপ। ফিল্ডিংয়ে একশো শতাংশ দিতে হবে। ওয়াশিংটন সুন্দর তামিলনাডুর প্লেয়ার। চেন্নাইয়ের প্রচণ্ড গরমে খেলা তাঁর কাছে নতুন নয়। সেই ওয়াশিংটন সুন্দরকেও গরমে কাহিল দেখিয়েছে। বল হাতে গত ম্যাচের মতোই অনবদ্য পারফরম্যান্স।
Post A Comment:
0 comments so far,add yours