বিধায়ক রফিকুল ইসলামকে যে এলাকায় দেখা যায় না, এ কথা মেনে নিচ্ছেন অনেকেই। মেনে নিচ্ছেন এসস্কেন্দার গাজীও। তাঁর দাবি, এলাকায় বিধায়ক খুব কম থাকেন বলে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ আছে।
নাম রফিকুল, পেশায় বিধায়ক, 'তৃণমূল সম্মানরক্ষা কমিটি'র পোস্টারে চাঞ্চল্য
বিধায়কের ছবি দেওয়া পোস্টার
শনিবার সকাল থেকে চোখে পড়ছে পোস্টার। সাদা-কালো পোস্টার ঘিরে বাড়ছে কৌতূহলও। পোস্টারে যাঁর ছবি, তিনি এলাকার বিধায়ক। তাঁর নাম-ধামও লেখা আছে পোস্টারে। পোস্টার সৌজন্যে তৃণমূল কংগ্রেস সম্মানরক্ষা কমিটি। দেওয়া আছে ফোন নম্বরও। পোস্টারে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি নিখোঁজ। খোঁজ পাওয়া গেলে যে সংশ্লিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করা হয়।
বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলামের নামেই এই পোস্টার পড়ল ওই বিধানসভার মুরারিশাহা চৌমাথা সহ পার্শ্ববর্তী এলাকায়। এমনকী ছাড় পেল না তাঁর বাড়ি বা অফিস। বিধায়কের অফিসের সামনে এবং বাড়ির আশপাশেও পড়েছে এই পোস্টার।
বিধায়ক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও যোগাযোগ করা যায়নি। তাঁকে একাধিকবার ফোন করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Post A Comment:
0 comments so far,add yours