শনিবার আইএসএলে মিনি ডার্বিতে মহমেডানের (Mohammedan) বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। মহমেডানকে কোনও মতেই হালকা ভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।
সতর্ক থাকতে হবে...' মিনি ডার্বির আগে কেন বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো?
হাফডজন হারের ক্ষতে এ বার প্রলেপ দিতে মরিয়া লাল-হলুদ শিবির। চলতি আইএসএলে দেখতে দেখতে ৬টা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। একটিতেও জয়ের স্বাদ পায়নি কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাব। শনিবার আইএসএলে মিনি ডার্বিতে মহমেডানের (Mohammedan) বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। মহমেডানকে কোনও মতেই হালকা ভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।
শনিবারের মিনি ডার্বির প্রতিপক্ষ মহমেডানকে মেপে লাল-হলুদের ৪৭ বছর বয়সী কোচ প্রেস কনফারেন্সে বলেছেন, ‘মহমেডান দলে কাসিমভ, ফ্রাঙ্কা, অ্যালেক্সি গোমেজের মতো খেলোয়াড় আছে। ওদের দলটা বেশ ভালো। আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা ডার্বি সম্মানের। আমাদের দল এখন বেশ ব্যালান্সড। তারপরও বলব রক্ষণেও বিশেষ নজর রাখতে হবে।’
কলাকাতায় পা রাখার পর থেকে অস্কারের অভিজ্ঞতা এখনও ভালো হয়নি। খানিক আক্ষেপের সুরেই মিনি ডার্বির আগে যে কারণে তিনি বললেন, ‘আমি প্রথম দিন কলকাতায় আসার পর এখানে কোনও অভ্যর্থনা পাইনি। ডার্বিতে হেরেছি। ওড়িশা ম্যাচেও হার। অভিজ্ঞতা খুবই খারাপ। এরপর এএফসিতে খেলতে যাই। এখন সেই চ্যাপ্টারও শেষ। আবার মার্চ মাসে গিয়ে সেটা ভাবব। একটা কথা বলতে পারি, এই ইস্টবেঙ্গলকে ঘিরেই এখন আমার আশা এবং উত্তেজনা সব কিছু জড়িয়ে রয়েছে।’
Post A Comment:
0 comments so far,add yours