গত কয়েক দিন ধরে বিতর্কে শিরেনামে তাঁর নাম। তিনি হলেন সঙ্গীতশিল্পী এআর রহমান। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন শিল্পী। সেই খবর ঘোষণা করেন সায়রার আইনজীবী। 


পরে বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দেন রহমানও।
রেগে আগুন এরআর রহমান পুত্র আমিন! বেসিস্ট মোহিনীর সঙ্গে শিল্পীর সম্পর্ক নিয়ে বিতর্ক?


গত কয়েক দিন ধরে বিতর্কে শিরেনামে তাঁর নাম। তিনি হলেন সঙ্গীতশিল্পী এআর রহমান। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন শিল্পী। সেই খবর ঘোষণা করেন সায়রার আইনজীবী। পরে বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দেন রহমানও। এই ঘটনার কিছু ক্ষণের মধ্যে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন গায়কের দলের বেসিস্ট মোহিনী দে। তার পরেই দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকের বিপুল মন্তব্যও এসেছে। অনেকে প্রশ্ন তোলেন তবে কি রহমান-সায়রার দাম্পত্যে ফাটল ধরার নেপথ্যে রয়েছে মোহিনী? এই প্রশ্ন উঠতেই খুবই বিরক্ত হয়েছেন রহমান পুত্র আমিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যা আলোচনা হচ্ছে সবটাই মিথ্যে।

আমিন লেখেন, “আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।”

রহমান পুত্র আরও যোগ করেন, “কারও জীবন নিয়ে কথা বলার সময় সত্যতার কথা যেন আমরা মাথায় রাখি। দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না এবং ভুল তথ্য ছড়াবেন না। ওঁর সম্মান যাতে সংরক্ষিত থাকে, সেই দিকটা দেখি চলুন।” গায়কের কন্যা রহিমাও বিরক্ত। তিনি লেখেন, “সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours