একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনার। কিছু দিন আগেই তিনি ঘোষণা করেছেন যে সেনগুপ্ত পদবী ব্যবহার করবেন না। তার পরেই শুরু হয় আলোচনা। তাহলে কি যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার সংসারে ভাঙন। বাইরে থেকে কিছুটা আন্দাজ করা গেলেও এখনও পর্যন্ত কোনও কথা বলতে নারাজ দুজনেই।
'

দুই বিষয় দেখলেই মানুষ চেনা যায়', কার দিকে আঙুল নীলাঞ্জনার?



একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনার। কিছু দিন আগেই তিনি ঘোষণা করেছেন যে সেনগুপ্ত পদবী ব্যবহার করবেন না। তার পরেই শুরু হয় আলোচনা। তাহলে কি যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার সংসারে ভাঙন। বাইরে থেকে কিছুটা আন্দাজ করা গেলেও এখনও পর্যন্ত কোনও কথা বলতে নারাজ দুজনেই। তবে যিশু যে আলাদা থাকছেন তা নিয়ে টলিপাড়ার অন্দরে ফিসফিল চলছেই। এরই মধ্য়ে আরও এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নীলাঞ্জনা। ১০ বছর আগে একটি স্মৃতি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ২০১৪ সালে তাঁর বাবা এমন একটা পোস্ট করেছিলেন যা তাঁর বর্তমান পরিস্থিতির সঙ্গে হয়তো হুবহু মিলে যাচ্ছে। তাই সেই স্মৃতি ভাগ করে নিলেন নীলাঞ্জনা। সেই পোস্টে কী লেখা রয়েছে?

তিনি যে স্মৃতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছেন তিনি। তাতে লেখা, “দুটো বিষয় তোমার চরিত্রকে স্পষ্ট করে। ধৈর্য যখন তোমার কিছু ছিল না। আর তোমার ব্যবহার যখন তোমার সব রয়েছে।”



উল্লেখ্য, কিছু দিন আগে পর্যন্ত তাঁদেরকে টলিপাড়ার ‘আইডিয়াল কাপল’ বলা হত। কিন্তু সময়ের সঙ্গে যেমন অনেক কিছুরই পরিবর্তন হয়। শোনা যাচ্ছে তাঁদের সমীকরণও অনেকটা বদলে গিয়েছে। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার। তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। অনেক দিন ধরেই আলোচনা তুঙ্গে। তাঁরা নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আলাদা হওয়ার। কিন্তু এখনও পর্যন্ত স্বামী-স্ত্রীর কেউই এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। তবে নীলাঞ্জনার সমাজমাধ্যমের পাতায় উঁকি দিলে দেখা যাবে প্রতিটি মুহূর্তে ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনা। অনেক দিন হল তাঁকে দেখা যায়নি অভিনেত্রী হিসাবে। তবে প্রযোজক হিসাবে বাংলা টেলিভিশনের জগতেও নিজের জায়গা পোক্ত করেছেন তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours