চোলাই মদের ঠেক ভাঙ্গতে গিয়ে ভাঙ্গলো পুলিশের গাড়ি আহত পুলিশ সহ বেশ কয়েকজন


ভরা সন্ধ্যায় চোলাই মদ অভিযান চালাতে গিয়ে আক্রান্ত আবগারি পুলিশ সহ বেশ কয়েকজন, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। লেগে যায় খণ্ডযুদ্ধ আক্রান্ত পুলিশ সহ বেশ কয়েকজন, উত্তপ্ত গোটা গ্রাম।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগর গ্রামে। সুত্র মারফত খবর গতকাল সন্ধ্যায় চোলাই মদের তল্লাশী চালাতে গিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গাসাগর গ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভরা সন্ধ্যায় আফগারি ও পুলিশ গঙ্গাসাগর গ্রামে 


পৌঁছলে উত্তপ্ত চোলাই মদ ব্যাবসায়ীদের সাথে পুলিশের ভীষণ বচসা বাঁধে, পরে ওই চোলাই মদ ব্যাবসায়ী চড়াও হন আফগার সহ পুলিশের উপর, শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এর ফোন আক্রান্ত হন আবগারি দপ্তরের কর্মী সহ চোলাই মদ ব্যাবসায়ীদের বেশ কয়েকজন। তারা বর্তমানে সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অবশেষে আবগারি দপ্তর গতকাল রাতে বেয়াইনের দেশি চোলাই জায়গা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত দুই মহিলার নাম সালমা মুর্মু (২২), কাজল মুর্মু (২৪)। আজ ওই দুই অভিযুক্ত মহিলাকে কাকদ্বীপ আদালতে পেশ করা হয়। 



স্টাফ রিপোর্টার মুন্না সরদারের 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours