এক সময় তাঁর বোল্ড অবতার ঝড় তুলেছিল বহু পুরুষের মনে। সময়ের সঙ্গে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি। নিজেকে তিনি বোরখার আড়ালে রাখতেই ভালবাসেন। কথা হচ্ছে অভিনেত্রী সানা খানের । স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। ২০২৩ সালের জুলাই মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।


ইসলামের কাছে সমর্পণ, বড় সিদ্ধান্ত নিয়েছিলেন সানা! এবার কোন সুখবর শোনালেন?



এক সময় তাঁর বোল্ড অবতার ঝড় তুলেছিল বহু পুরুষের মনে। সময়ের সঙ্গে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি। নিজেকে তিনি বোরখার আড়ালে রাখতেই ভালবাসেন। কথা হচ্ছে অভিনেত্রী সানা খানের । স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। ২০২৩ সালের জুলাই মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ছেলের বয়স দেড় বছরও হয়নি। এরই মধ্যে সুখবর শোনালেন অভিনেত্রী।


দ্বিতীয় বার মা হচ্ছেন সানা। সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে জানালেন সুখবর। সুন্দর একটি ক্রিয়েটিভ পোস্ট করেন সানা। পোস্ট করে লেখেন, “এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লারই আছে। এমন আশীর্বাদ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লা আমাদের আশীর্বাদ করুন ও চলার পথ মসৃণ করুন।” প্রায় চার বছর হতে চলল অভিনয় জীবন থেকে দূরে সনা। কিন্তু এখনও নায়িকাকে পর্দায় মিস করেন তাঁর অনুরাগীরা। তাঁর ভক্তের সংখ্যাও যে খুব একটা কম ছিল তেমনটা নয়।

২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তার ঠিক আগেই অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি। বিগ বস ৬-এ অংশগ্রহণ করার পরেই সকলের নজরে আসেন তিনি। তার পর সলমন খানের ‘জয় হো’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সানা। জনপ্রিয়তার স্বাদও পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু, ২০২০র অক্টোবরে সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। কারণ হিসাবে জানান, তিনি নিজেকে ইসলামের কাছে সমর্পন করতে চান। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী, মৌলানা মুফতি আনস সইদ-এর সঙ্গে নিকাহ সারেন। বিয়ের পরেই নিজের নামে বদলে রাখেন সইয়দ সানা খান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours