ইন্ডিগোর বিমানটি বেলা তিনটে নাগাদ কলকাতা ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেইমতো যাত্রীরা বিমানে উঠে বসেন। এক যাত্রী আচমকা বলেন, বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট ম্যানেজারের কাছে খবর যায়।


বিমানে বোমা রাখা আছে', উড়ানের আগে চিৎকার যাত্রীর, হুলস্থূল কলকাতা বিমানবন্দরে
কলকাতা বিমানবন্দর (ফাইল ফোটো)

রওনা দেওয়ার জন্য প্রস্তুত বিমান। যাত্রীরা নিজের সিটে বসে রয়েছেন। আচমকা এক যাত্রী বলে উঠলেন, বিমানে বোমা রাখা আছে। হুলস্থূল পড়ে যায় যাত্রীদের মধ্যে। রবিবার ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। এদিন কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ায়।


ইন্ডিগোর বিমানটি বেলা তিনটে নাগাদ কলকাতা ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেইমতো যাত্রীরা বিমানে উঠে বসেন। এক যাত্রী আচমকা বলেন, বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট ম্যানেজারের কাছে খবর যায়। তৎক্ষণাৎ বিমানটিকে পার্কিং বেতে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিচে নামিয়ে নিয়ে আনা হয়। খবর দেওয়া হয় জরুরি পরিষেবাগুলিতে। সেন্টাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা পৌঁছন। বম্ব স্কোয়ার্ড, ডগ স্কোয়াড আসে।

বিমানটিকে ঘিরে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। তবে বিমানে কোনও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। যে যাত্রী বোমার কথা জানিয়েছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি বলেন, পাশের আসনে বসা এক ব্যক্তি বোমার কথা বলছিলেন। তাই তিনি আতঙ্কে বোমা রাখার কথা বলেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours