২০০২ সালে গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের উপর ভিত্তি করে এই সিনেমা বানানো হয়েছে। ওই বছরের ২৭ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল। সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে আগুনে পুড়ে মৃত্যু হয় ৫৯ তীর্থযাত্রীর।
সত্য সামনে আসছে', হঠাৎ কী দেখে এমন বললেন মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২২ বছর আগের ঘটনা। তার উপর ভিত্তি করে সিনেমা। সেই ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, “সত্য সামনে আসছে।” শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমার ট্রেলার এক্স হ্যান্ডলে শেয়ার করে এক অনুরাগী প্রধানমন্ত্রীকে ট্যাগ করেন। সেখানেই একথা লিখেছেন মোদী।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “এটা ভাল যে সত্য সামনে আসছে। এবং তা এমন একটি পথে আসছে, যা সাধারণ মানুষ দেখতে পাবেন।” এরপরই মোদী লেখেন, “একটি ভুয়ো কাহিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। কিন্তু, সত্য সবসময় সামনে আসবে।”
Post A Comment:
0 comments so far,add yours