ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে মেট্রোর লোকজন। থার্ড লাইনে পাওয়ার ব্লক করেই চলছে কাজ। মেট্রোর টেকনিক্যাল স্টাফেরাও চলে গিয়েছে ঘটনাস্থলে। কিন্তু কী কারণে ওই ব্যক্তি ঝাঁফ দিলেন তা এখনও স্পষ্ট নয়।
ফের আত্মহত্যা, শোভাবাজারে থমকে গেল মেট্রো
ফাইল ফোটো
ফের মেট্রোয় আত্মহত্যা। দমদম থেকে নিউ গড়িয়া গামী লাইনে শোভাবাজারে মেট্রোর ডাউন লাইন ঝাঁপ এক ব্যক্তির। মেট্রো সূত্রে খবর,ঘটনার জেরে ডাউন লাইনে বন্ধ মেট্রো চলাচল। আপাতত দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে মেট্রো চলাচল করছে। অন্যদিকে সেন্ট্রাল থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল করছে। সূত্রের খবর, এদিন দুপুর ১২টা ৪৫ নাগাদ একটি মেট্রো যখন শোভাবাজার ঢুকছিল তখনই আচমকা ঝাঁপ দেন ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় মুহর্তের জন্য হতবাক হয়ে যান পাশে থাকা যাত্রীরা। শোরোগল পড়ে যায় এলাকায়।
ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করেছে মেট্রোর লোকজন। থার্ড লাইনে পাওয়ার ব্লক করেই চলছে কাজ। মেট্রোর টেকনিক্যাল স্টাফেরাও চলে গিয়েছে ঘটনাস্থলে। কিন্তু কী কারণে ওই ব্যক্তি ঝাঁফ দিলেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে আচমকা এ ঘটনায় ব্যাপক শোরগোল স্টেশনে। একাধিক মেট্রো স্তব্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। তবে লাগাতার এই ধরনের ঘটনায় ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে মেট্রোর নিরাপত্তা নিয়ে।
দুপুর দেড়টা নাগাদ শেষ পর্যন্ত লাইন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। রেল পুলিশ তার ঠিকানার খোঁজ করছে।
Post A Comment:
0 comments so far,add yours