মৌসুনীদ্বীপে ফুটবল উৎসব ২০২৪-এ চ্যাম্পিয়ন দল বালিয়াড়া জয় মা বিশালক্ষী এবং রানার্স আপ দল শক্তি সংঘ 

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অধীন প্রত্যন্ত একটি দ্বীপ সেটি হলো মৌসুনী দ্বীপ, সেই মৌসুনী দ্বীপের বাগডাঙ্গাতে মৌসুনী বন্ধুমহলের পরিচালনায় শুরু হয়েছিল ১৬ দলীয় নাইন সাইড নকআউড ফুটবল উৎসব ২০২৪, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ ৮০ হাজার টাকা, 

এই ফুটবল উৎসবে খেলার ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে,  একটি বালিয়াড়া জয় মা বিশালক্ষী এবং অপর একটি দল শক্তি সংঘ

ফাইনাল খেলাতে শক্তি সংঘ কে দুই শুন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বালিয়াড়া জয় মা বিশালক্ষী, ফাইনাল খেলার দিন রাতে ফুটবল উৎসব ২০২৪ এর চ্যাম্পিয়ন দল বালিয়াড়া জয় মা বিশালক্ষীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দলের হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ ৮০ হাজার টাকা তুলে দেওয়া হয় 
ওই বিষয়ে মৌসুনী বন্ধু মহলের সম্পাদক সনাতন মাইতি আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন,


স্টাফ রিপোর্টার মৌসুনী দ্বীপ 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours