চোখে জল সোনু ভক্তদের। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না তাঁরা। একবাক্য বলছেন, 'এমনটাও হয়'!


কার্তিকের জন্য সোনুকে 'ইগনোর'! ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইলেন গায়ক
ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইলেন গায়ক


চোখে জল সোনু ভক্তদের। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না তাঁরা। একবাক্য বলছেন, ‘এমনটাও হয়’! সোনু নিগম ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে তিনি আবেগ। আর তাঁকেই নাকি ভুলতে বসেছে এই নতুন প্রজন্ম? কী ঘটেছে? সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ‘ভুলভুলাইয়া ৩’র গান মুক্তির দিন আয়োজিত এক অনুষ্ঠানের। মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন কার্তিক ও সোনু নিগম। আচমকাই তাঁদের দিকে ছুটে যান একঝাঁক শিশু। এদের মধ্যে হাতেগোনা কয়েকজন সোনুর পা ছুঁয়ে প্রণাম করলেও সকলেই ব্যস্ত হয়ে পড়ে কার্তিককে নিয়ে। গায়ককে কার্যত ধাক্কা দিয়ে ছুটে চলে যায় এই প্রজন্মের হার্টথ্রবের কাছে।


জায়গা ছেড়ে দেন সোনু। অদ্ভুত হাসি ফুটে ওঠে মুখে। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। –‘এমনটাও হয়’? তাঁর ‘ফ্যালফ্যাল দৃষ্টি’ চোখে পড়েছে ভক্তদের। হতাশায় ভেঙে পড়েছেন তাঁরা। ভিডিয়ো ভাইরাল হতেই একজন লেখেন, “এই প্রজন্মের জন্য খারাপ লাগে। এই মানুষটিকেও অবজ্ঞা!” আর একজন লেখেন, “কিছু বলার নেই। অবাক হয়ে যাচ্ছি! এমনটাও সম্ভব।”

১৯৯০ সালে প্রথম ডেবিউ হয় সোনু নিগমের। এর পর একের পর এক হিট দিয়েছেন সঙ্গীতজগৎকে। আজও দিয়েই যাচ্ছেন প্রতিনিয়ত। তবু সময় থেমে থাকে না। এই ভিডিয়ো দেখে তাই নেটিজেনদের প্রশ্ন, নতুন প্রজন্মের কাছে সোনু নিগম কি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেললেন? উত্তর যদিও অজানা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours