নির্যাতিতার বয়ান অনুযায়ী, বুধবার নিজের বাড়িতে বিড়ি বাঁধছিলেন। সেই সময় প্রতিবেশী যুবক জানালা থেকে তাঁর ওপর গুটকার পিক ফেলেন। আর তা প্রতিবাদ করাই নির্যাতিতাকে প্রতিবেশী যুবক তাঁর বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
গায়ে গুটখার পিক, প্রতিবাদ করায় মহিলার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ
নির্যাতিতা মহিলা
গৃহবধূর গায়ে গুটখার পিক ফেলার অভিযোগ। প্রতিবাদ করায় এক গৃহবধূকে বেধড়ক মারধর ও দুটি কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবক-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের সুদনা গ্রামে।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, বুধবার নিজের বাড়িতে বিড়ি বাঁধছিলেন। সেই সময় প্রতিবেশী যুবক জানালা থেকে তাঁর ওপর গুটকার পিক ফেলেন। আর তা প্রতিবাদ করাই নির্যাতিতাকে প্রতিবেশী যুবক তাঁর বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। নির্যাতিতার দুটো কান ছিঁড়ে নেন বলেও অভিযোগ।
গৃহবধূর চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরা অভিযুক্তের বাড়িতে ছুটে যান। নির্যাতিতাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ঘটনার পর ফরাক্কা থানায় গৃহবধূ লিখত অভিযোগ দায়ের করেন। লিখত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours