ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের লোকজন বলছেন, প্রায় ৯ মাস একটি একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সামিউল। মাথায় চোট লাগে। তারপর থেকে প্রায়ই অসংলগ্ন আচরণ করতো।

আচমকা গুলির শব্দ! ছাদে যেতেই ছেলের অবস্থা দেখে বুক কেঁপে গেল বাড়ির লোকজনের
শোকের ছায়া পরিবারে

নিজের মাথায় নিজেই গুলি চাললো বছর আঠারোর যুবক। চাঞ্চল্যকর ঘটনা মালদহের কালিয়াচকে। বাঁচানো যায়নি সামিউল ইসলাম নামে ওই যুবককে। বাড়ি কালিয়াচকের শ্রীরামপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে হঠাৎ বাড়ির ছাদে দাঁড়িয়ে নিজেই নিজের মাথায় গুলি চালান ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। কিন্তু, ওই যুবক বন্দুক কোথা থেকে পেলেন, কেনই বা আত্মহত্যা করতে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। 

ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের লোকজন বলছেন, প্রায় ৯ মাস একটি একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সামিউল। মাথায় চোট লাগে। তারপর থেকে প্রায়ই অসংলগ্ন আচরণ করতো। এমনকী এও জানা যাচ্ছে এদিন যখন এ ঘটনা ঘটে তখন বাড়িতে একাই ছিলেন ওই যুবক। তখনই এ ঘটনা ঘটান। 

একইসঙ্গে আগ্নেয়াস্ত্রর উৎস সন্ধানে খোঁজ শুরু করেছে মানিকচক থানার পুলিশ। একইসঙ্গে কেন আত্মঘাতী হলেও সে বিষয়েও নিশ্চিত হতে চাইছে পুলিশ। এলাকার লোকজনের পাশাপাশি পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপানউতোরও চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours