২ নভেম্বর সকালে, কলকাতার আদি গঙ্গার সাধু তারাচরণ ঘাট রোড থেকে কালীঘাট মন্দির অবধি সাইকেল মিছিলের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠান চলে ৪ নভেম্বর পর্যন্ত। এই জনসচেতনতামূলক উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়া থেকে সাধারণ মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো।
সুদিন ফেরানোর বার্তা দিয়ে বাংলা জুড়ে অনুষ্ঠিত হল অষ্টম 'গঙ্গা উৎসব'
চেতলা হাট রোড থেকে প্রসন্নময়ী ঘাট পর্যন্ত পদযাত্রায় কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম
ডব্লুবিএসপিএমজি-র (WBSPMG) তত্ত্বাবধানে, কলকাতা পৌরসংস্থার পরিচালনায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনুষ্ঠিত হল অষ্টম গঙ্গা উৎসব। ২ নভেম্বর সকালে, কলকাতার আদি গঙ্গার সাধু তারাচরণ ঘাট রোড থেকে কালীঘাট মন্দির অবধি সাইকেল মিছিলের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠান চলে ৪ নভেম্বর পর্যন্ত। এই জনসচেতনতামূলক উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়া থেকে সাধারণ মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো।
বিভিন্ন কর্মসূচিতে সাজানো হয়েছিল তিনদিনের এই অনুষ্ঠান। এর মধ্যে ছিল বিভিন্ন বিদ্যালয়ে গঙ্গা নিয়ে স্তুতি-কথা, ক্যুইজ, অঙ্কন প্রতিযোগিতা। এছাড়া আয়োজন করা হয়েছিল পথনাটক এবং বিবিধ কর্মশালার। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প দ্রব্য নিয়ে আয়োজন করা হয় ‘ঘাটের পাড়ে হাট’। গল্প-লোককথার মাধ্যমে তুলে ধরা হয় আদি গঙ্গার ঐতিহ্যের ইতিহাস। সেই সঙ্গে দেওয়া হয় গঙ্গাকে ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বার্তা।
গঙ্গা উৎসবে পথনাটিকায় অংশ নেয় স্কুল-পড়ুয়ারা
৩ নভেম্বর, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম আদি গঙ্গার পাড় ধরে চেতলা হাট রোড থেকে প্রসন্নময়ী ঘাট পর্যন্ত পদযাত্রা করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে টালি নালাকে বাঁচানোর শপথ নেন মেয়র।
‘ঘাটের পাড়ে হাট’-এ হস্তশিল্প দ্রব্যের পসরা সাজিয়ে বসে স্বনির্ভর গোষ্ঠীগুলি
উৎসবের শেষ দিন ৪ নভেম্বর, গঙ্গা বক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান। মহানগরিক ফিরহাদ হাকিম ছাড়াও মেয়র পারিষদদের মধ্যে দেবাশীষ কুমার, তারক সিং, সন্দীপন সাহা, অসীম কুমার বোস, চেয়ারপার্সন অনিন্দ্য কুমার রাঊত এবং দেবলীনা বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ডব্লুবিএসপিএমজি-র প্রোগ্রাম ডিরেক্টর নন্দিনী ঘোষ, কলকাতা পৌরসংস্থার মিউনিসিপাল কমিশনার ধবল জৈন, টাউন প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল অমিতাভ পাল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিরেক্টর জেনারেল জ্যোতি প্রকাশ সরকার, জল সরবরাহ বিভাগের ডিরেক্টর জেনারেল অনিন্দ্য কুমার ঘোষ-সহ কলকাতা পৌরসংস্থার অন্যান্য বিশিষ্ট উচ্চপদস্থ আধিকারিকেরা।
Post A Comment:
0 comments so far,add yours