নবান্ন সূত্রে আরও খবর, সরকারের তরফে কী কী কাজ বাকি রয়েছে সেগুলি দেখতে হবে। আলো, সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ কী অবস্থায় আছে, পুরো কাজ শেষ করতে আর কতদিন লাগবে সব নিয়েই রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব।
হাতে আর ক’টা দিন, শেষ মুহূর্তে গঙ্গাসাগর মেলা নিয়ে বড় বৈঠকে মুখ্যসচিব
প্রস্তুতি তুঙ্গে
হাতে আর ক’টা দিন। সামনেই গঙ্গাসাগর মেলা। তার আগে বৃহস্পতিবার মেলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। স্বাস্থ্য, পূর্ত, জনস্বাস্থ্য-করিগরী, সেচ, পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং পুলিশ প্রশাসনক সহ একাধিক দফতরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে।
নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই এই বৈঠক করেছেন মুখ্যসচিব। গঙ্গাসাগর মেলায় যাতায়াতের অবস্থা, নিকাশি, আলো, রাস্তাঘাটের পরিস্থিতি, ড্রেজিং সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। একটি স্ট্যাটাস রিপোর্ট তৈরি করে অবিলম্বে বকেয়া কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে আরও খবর, সরকারের তরফে কী কী কাজ বাকি রয়েছে সেগুলি দেখতে হবে। আলো, সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ কী অবস্থায় আছে, পুরো কাজ শেষ করতে আর কতদিন লাগবে সব নিয়েই রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব। রাজ্য সরকার চাইছে গঙ্গাসাগরকে কেন্দ্র করে প্রবহমান ধর্মীয় পর্যটনের বিকাশ ঘটাতে। এদিকে প্রতিবারই বাংলা তো বটেই গঙ্গাসাগর মেলায় উপচে পড়ে বাইরের রাজ্যের পর্যটকদের ভিড়। ভিড় হয় লাখে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে সুষ্ঠভাবে মেলা পরিচালনা করা যে প্রশাসনের কাছে রীতিমতো বড় চ্যালেঞ্জ তা আর বলার অপেক্ষা রাখে না।
Post A Comment:
0 comments so far,add yours