ব্যাটিং দেখে মনেই হয়নি, দীর্ঘ সময় পর সিনিয়র টিমে খেলছিলেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতকে ভরসা দেন। কিন্তু ইনিংসের মোড় ঘোরানোর আগেই তাঁকে ফেরত পাঠান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কব়্যাম। যদিও এই উইকেটে ফিল্ডার ডেভিড মিলারকেই বেশি কৃতিত্ব দিতে হবে।


 এক হাতের অবিশ্বাস্য ক্যাচ, আউট হয়ে হতভম্ব তিলক ভার্মাও

প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে ভারত। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিড নিয়েছেন সূর্যকুমাররা। ডারবানে ৬১ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। টস হেরে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে ২০৩ রানের বিশাল টার্গেট দিয়েছিল। এর মধ্যে সঞ্জু স্যামসন সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ভেনু বদলে পরিস্থিতিটাই যেন বদলে গিয়েছে। বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস হার সূর্যর। প্রথম ম্যাচের মতোই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক। পাওয়ার প্লে-তেই তিন উইকেট হারায় ভারত। যখনই মনে হচ্ছিল পরিস্থিতি একটু ভালো হচ্ছে, ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ।


প্রথম ম্যাচে ভারত জিতলেও মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটিং চিন্তায় রেখেছিল। সঞ্জুর সেঞ্চুরির পাশাপাশি সূর্য কিছুটা অবদান রেখেছিলেন। তেমনই দুর্দান্ত একটা ক্যামিও ইনিংস খেলেছিলেন তিলক ভার্মা। তাঁর ব্যাটিং দেখে মনেই হয়নি, দীর্ঘ সময় পর সিনিয়র টিমে খেলছিলেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতকে ভরসা দেন। কিন্তু ইনিংসের মোড় ঘোরানোর আগেই তাঁকে ফেরত পাঠান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কব়্যাম। যদিও এই উইকেটে ফিল্ডার ডেভিড মিলারকেই বেশি কৃতিত্ব দিতে হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours