মৎসজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা। সমুদ্র উত্তাল থাকবে সে কারণে দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর সংলগ্ন এলাকায় মৎসজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে।
তবে বর্তমানে রাজ্যে তাপমাত্রার গতিপ্রকৃতি যেমন আছে তেমনটাই থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া দফতরের কর্তারা।
বঙ্গোপসাগরে চোখ পাকাচ্ছে নিম্নচাপ! বাংলায় প্রভাব পড়বে?
কী বলছে আবহাওয়া দফতর?
কলকাতা: কলকাতার পাশাপাশি শীতের আমেজ গোটা রাজ্য়জুড়েই। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও বেশ কিছুটা দেরি আছে বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। এরইমধ্যে আবার এদিন দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে আবার এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিসের কর্তারা বলছেন, শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। শেষ পর্যন্ত তার গতিবিধি কোনদিকে যায় সেদিকে নজর রয়েছে আবহাওয়া দফতরের।
কিন্তু, এই নিম্নচাপের কোনও ছাপ কি পড়বে বাংলার উপর। সেই প্রশ্ন ঘোরাফেরা করছে। যদিও অবস্থান দেখে হাওয়া অফিসের কর্তারা বলছেন, নিম্নচাপের কোনও প্রভাব বাংলার উপর পড়ছে না। তবে নিম্নচাপের জন্য আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
একইসঙ্গে মৎসজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা। সমুদ্র উত্তাল থাকবে সে কারণে দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর সংলগ্ন এলাকায় মৎসজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে। তবে বর্তমানে রাজ্যে তাপমাত্রার গতিপ্রকৃতি যেমন আছে তেমনটাই থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া দফতরের কর্তারা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিকালের দিকে কোনও কোনও জায়গায় মেঘলা আকাশের দেখা মিললেও রাতের দিকে আকাশ ফের পরিষ্কার হয়ে যাবে। তবে সকালের দিকে অল্প-বিস্তর কুয়াশার দাপট থাকবে।
Post A Comment:
0 comments so far,add yours