পুলিশের দাবি, আড়াই পাতা সুইসাইড নোটে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই তিন জনের নাম লিখে গিয়েছিলেন। সত্যজিৎ লিখেছিলেন, তাঁকে মোবাইলে ভিডিয়ো দেখিয়ে টাকা চাইতেন তাঁরা। টাকা দিতে দেরি হলে ভিডিয়ো' ছড়িয়ে দেওয়ার হুমকি দিত বলে সত্যজিৎ সুইসাইড নোটে লিখেছিলেন।
ভিডিয়োতেই ছিল সেই দৃশ্য, ভাইস চেয়ারম্যানের আত্মহত্যায় গ্রেফতার জয়শ্রী
ভাইস চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার
উত্তর ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যান আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ৩ জন। দিন তিনেক আগে উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয় তাঁর নিজের বাড়ি থেকে। বাড়ি থেকে উদ্ধার হয় সুইসাইড নোটও। সেই ঘটনায় এক জয়শ্রী দাস নামে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, আত্মহত্যার আগে সুইসাইড নোটে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জয়শ্রী দাস-সহ আরও তিনজনের নাম লিখে যায়। নোয়াপাড়া থানার পুলিশ তাই জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু, এবং শুক্ল বিশ্বাস প্রথমে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়। বারাকপুরের দিঘিরপাড়ে একজনের বাড়ি থেকে তাঁদেরকে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশ।
পুলিশের দাবি, আড়াই পাতা সুইসাইড নোটে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই তিন জনের নাম লিখে গিয়েছিলেন। সত্যজিৎ লিখেছিলেন, তাঁকে মোবাইলে ভিডিয়ো দেখিয়ে টাকা চাইতেন তাঁরা। টাকা দিতে দেরি হলে ভিডিয়ো’ ছড়িয়ে দেওয়ার হুমকি দিত বলে সত্যজিৎ সুইসাইড নোটে লিখেছিলেন।
এইভাবে টাকা দিতে দিতে বাজারে বহু টাকার লোন হয়ে গিয়েছিল সত্যজিৎ বন্দ্য়োপাধ্যায়ের। তিনি চিঠিতে লিখে যান, জয়শ্রী দাসদের গ্রেফতার করে, যাঁদের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন, তাঁদের মিটিয়ে দিতে বলে যান।
Post A Comment:
0 comments so far,add yours