নাবালিকার বয়ান অনুযায়ী, তিন যুবক তাকে জোর করে মদ খাওয়া শুরু করে। নেশাগ্রস্ত অবস্থায় তিন যুবক ওই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে গোটা বিষয়টি নাবালিকা তার মাকে জানায়।

বন্ধুর সঙ্গে সন্ধ্যায় ঘুরতে বেরিয়েছিল, অশোকনগরে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
গণধর্ষণের অভিযোগে গ্রেফতার


এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল অশোকনগরে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন জনকে। বৃহস্পতিবার রাতের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা পাড়ায় যুবকের সঙ্গে ঘুরতে যায়। তারপর তাকে নিয়ে অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডের একটি স্কুলের পিছনে নিয়ে যান অভিযুক্ত। সেখানেই ফোন করে আরও দুই যুবককে ডেকে নেন। স্কুলের পিছনে বসে মদের আসর।

নাবালিকার বয়ান অনুযায়ী, তিন যুবক তাকে জোর করে মদ খাওয়া শুরু করে। নেশাগ্রস্ত অবস্থায় তিন যুবক ওই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে গোটা বিষয়টি নাবালিকা তার মাকে জানায়।

অশোকনগর থানায় নির্যাতিতার মা গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours