রাজারহাটে এক মামলাকারীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। তদন্তের প্রাথমিক রিপোর্ট দিয়ে পুলিশ জানিয়েছে, সেই দিন ১২ জন এসেছিল হামলা করতে। সেই অভিযোগ সঠিক। কিন্তু সেই অভিযোগ নিয়ে তদন্ত এগোতে পুলিশ নিম্ন আদালতের অনুমতি চেয়েছে।
'সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না...এই শেষ সুযোগ দিলাম', ক্ষুব্ধ বিচারপতি ঘোষ
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কী বললেন..
রাজারহাট থানা নিয়ে তিব্র অসন্তোষ কলকাতা হাইকোর্টের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ‘আপনি এই রিপোর্ট দেখে সন্তুষ্ট?’ সরকারি আইনজীবীকে প্রশ্ন আদালতের। ‘বাইরে থেকে বিনিয়োগকারী আহ্বান করছেন। সেখানে আইন শৃঙ্খলা ঠিকঠাক করা আপনাদের দায়িত্ব’,মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
রাজারহাটে এক মামলাকারীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। তদন্তের প্রাথমিক রিপোর্ট দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ১২ জন এসেছিল হামলা করতে। সেই অভিযোগ সঠিক। কিন্তু সেই অভিযোগ নিয়ে তদন্ত এগোতে পুলিশ নিম্ন আদালতের অনুমতি চেয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মতে, “এটাই বেআইনি। যেখানে পুলিশ আদালত গ্রাহ্য অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে, সেখানে নিম্ন আদালতের অনুমতির কোনও প্রয়োজন নেই। এই আইন টুকু যদি না যানে পুলিশ তাহলে কীভাবে নাগরিক বিচার পাবে?” এরপরই তাঁর প্রশ্ন, “আপনার মনে হয় এই পুলিশ অফিসারদের থানায় থাকার যোগ্যতা রয়েছে? কীভাবে ফৌজদারি মামলার তদন্ত করতে হয় সেটা এরা জানে বলে মনে হচ্ছে আপনার? অভিযোগ যা আছে সেই অনুযায়ী তদন্ত কোথায়? এই অফিসারদের আইনের জ্ঞান কতটা? কমিশনারের জানা দরকার তিনি কাদের নিয়ে কাজ করছেন। সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না।”
ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, “এই শেষ সুযোগ পুলিশকে। এরপর যদি এমন ত্রুটি দেখা যায় তাহলে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিতে বাধ্য হব।” বিচারপতির আরও মন্তব্য,”নিউ টাউন আর রাজারহাট থানা নিয়ে একই সমস্যা। আপনারা সেটা সঠিক ভাবে না করলে…।” ৫ ডিসেম্বর এই মামলায় চূড়ান্ত নির্দেশ দেবে আদালত।
Post A Comment:
0 comments so far,add yours