ত ১৪ অক্টোবর লালবাগ মহকুমা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন রানীতলা থানার আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনীপুরের বাসিন্দা সঙ্গীতা খাতুন। কিন্তু, তাঁর অবস্থা দেখে চিকিৎসক মামুন রশিদ সাফ জানিয়ে দেন সিজার করতেই হবে। সেই মতো হয় ব্যবস্থা। তারপরই যত সমস্যা বলে দাবি পরিবারের লোকজনের।
ভুল’ চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ডাক্তারের কাছে কথা বলতে গিয়ে ‘আক্রান্ত’ পরিবার
গুরুতর অভিযোগ পরিবারের
ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ব্যাপক উত্তেজনা লালবাগ মহকুমা হাসপাতালে। ডাক্তারের কাছে অভিযোগ জানাতে গেলে রোগীর আত্মীয়দের নিগ্রহ করার অভিযোগ। পরিবারের দাবি, ঠিক করে অপারেশন করা হয়নি ওই মহিলাকে। তাতেই ঘটেছে এই কাণ্ড। এই নিয়েই অভিযোগ জানাতে গেলে পাল্টা তাঁদের নিগ্রহ করা হয়।
সূত্রের খবর, গত ১৪ অক্টোবর লালবাগ মহকুমা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন রানীতলা থানার আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনীপুরের বাসিন্দা সঙ্গীতা খাতুন। কিন্তু, তাঁর অবস্থা দেখে চিকিৎসক মামুন রশিদ সাফ জানিয়ে দেন সিজার করতেই হবে। সেই মতো হয় ব্যবস্থা। এক সন্তানের জন্মও দেন ওই মহিলা। কিন্তু, তারপর থেকেই ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারে দাবি, চিকিৎসায় গাফিলতির কারণেই ওই অবস্থা হয়েছিল তাঁদের মেয়ের।
পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখান থেকে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি। পরে সেখান থেকে এসএসকেএমে পাঠানো হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। পরিবারকে জানানো হয় অপারেশন ঠিকমতো না হওয়ায় শরীরে রক্ত জমাট বেঁধে যায়, নষ্ট হয়ে যায় কিডনি। গত ৪ নভেম্বর মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই মহিলা। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগ হাসপাতালে গিয়ে এ নিয়ে ডাক্তার মামুন রশিদের কাছে যেতে গেলে তাঁর লোকজন সঙ্গীতা দেবীর পরিবারের লোকজনকে নিগ্রহ করে বলে অভিযোগ। মহূর্তে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতার স্বামী তৌফিক হাসান গোটা ঘটনায় লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। অন্যদিকে এ নিয়ে অভিযুক্ত চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রকার মুখ খুলতে চায়নি।
Post A Comment:
0 comments so far,add yours