পাকিস্তানে টিম পাঠানো হবে না। পাক বোর্ডকে হাইব্রিড মডেলের কথা বলা হয়। ভারতের ম্যাচ এবং নকআউট পর্ব দুবাইতে আয়োজন করে বাকি সব ম্যাচ পাকিস্তানের প্রস্তাব দিয়েছিল আইসিসি। এ বার পাল্টা শর্ত চাপাল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি আপডেট: হাইব্রিড মডেলের জন্য পাল্টা শর্ত পাকিস্তানের!
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে আগ্রহী পাকিস্তান? তার আগে বড় রকমের শর্ত দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে আইসিসি ইভেন্টের ক্ষেত্রেও হাইব্রিড মডেল মানা হোক! চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কেন্দ্রের সবুজ সংকেত না মেলায় ভারতীয় বোর্ড আগেই আইসিসি-কে জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে টিম পাঠানো হবে না। পাক বোর্ডকে হাইব্রিড মডেলের কথা বলা হয়। ভারতের ম্যাচ এবং নকআউট পর্ব দুবাইতে আয়োজন করে বাকি সব ম্যাচ পাকিস্তানের প্রস্তাব দিয়েছিল আইসিসি। এ বার পাল্টা শর্ত চাপাল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল মেনে নিতে তৈরি। তার জন্য তাদেরও কিছু শর্ত রয়েছে। প্রথমত, আইসিসির তরফে আয়ের যে অংশ দেওয়া পিসিবিকে দেওয়া হয়, তা বাড়াতে হবে। শুধু তাই নয়, আরও একঝাঁক শর্ত দেওয়া হয়েছে।
পিটিআইকে পাকিস্তান বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘আপাতত যা পরিস্থিতি, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসিকে বলেছে হাইব্রিড মডেল মেনে নিতে প্রস্তুত, তবে ভারতে যে আগামী আইসিসি ইভেন্টগুলি রয়েছে সেগুলিও একই মডেলে করতে হবে। ভারতে খেলবে না পাকিস্তানও।’
Post A Comment:
0 comments so far,add yours