অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন ম্যাকসোয়েনি। তবে টেস্টের অভিজ্ঞতা নেই। মার্কাস হ্যারিস ২০১৮ সালে ভারতের বিরুদ্ধেই টেস্ট অভিষেক করেছিলেন। এ বার টিমে ফিরতে মরিয়া। এমসিজিতে ৭৪ রানের অনবদ্য ইনিংসও খেলেন। যদিও তাঁর একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চরমে।

 ভারতের বিরুদ্ধে আউট হয়েও মাঠ ছাড়লেন না! অজি ব্যাটারে ক্ষুব্ধ ব্রড


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত এ দল ও অস্ট্রেলিয়া এ। একাধিক ক্রিকেটারের কাছে এই ম্যাচ বর্ডার-গাভাসকর ট্রফির মহড়া। ভারতের হয়ে লোকেশ রাহুল, অভিমন্যু ঈশ্বরণ নেমেছেন যোগ্যতা প্রমাণে। ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। কোনও এক ম্যাচে পাওয়া যাবে না রোহিত শর্মাকে। পারথ টেস্টেই খেলার সম্ভাবনা ক্ষীণ ভারত অধিনায়কের। সেটা পরের ম্যাচেও হতে পারে। স্ত্রী সন্তানসম্ভবা। সে সময় দেশে ফেরার কথা রোহিতের। ফলে যশস্বীর ওপেনিং পার্টনার দৌড়ে লোকেশ রাহুল ও অভিমন্যু। অন্য দিকে, মিডল অর্ডারে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ঢুকতে পারেন ধ্রুব জুরেলও।

অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও পরিস্থিতি অনেকটা এমন। তাদের সমস্যা ওপেনিং। উসমান খোয়াজার সঙ্গী খোঁজা চলছে। স্যাম কন্টাস, ক্যামেরন ব্যানক্রফ্ট, নাথান ম্যাকসোয়েনি এবং মার্কাস হ্যারিসরা দৌড়ে রয়েছেন। এর মধ্যে পছন্দের তালিকায় এগিয়ে নাথান ম্যাকসোয়েনি এবং মার্কাস হ্যারিস। অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন ম্যাকসোয়েনি। তবে টেস্টের অভিজ্ঞতা নেই। মার্কাস হ্যারিস ২০১৮ সালে ভারতের বিরুদ্ধেই টেস্ট অভিষেক করেছিলেন। এ বার টিমে ফিরতে মরিয়া। এমসিজিতে ৭৪ রানের অনবদ্য ইনিংসও খেলেন। যদিও তাঁর একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চরমে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours