প্রথম টেস্টে তাঁর পাশাপাশি পাওয়া যাবে না শুভমন গিলকেও। ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। নেতৃত্বের দিক থেকে অনেকটাই অভিজ্ঞ কামিন্স। দুই পেসার-ক্যাপ্টেনের উপভোগ্য লড়াই দেখার অপেক্ষা।

 রাত পোহালেই ভারত-অজি দ্বৈরথ, কোথায়-কখন-কীভাবে দেখা যাবে...


আর কয়েক ঘণ্টার অপেক্ষা। যদিও তারিখ হিসেবে বলা যায়, আরও একটা দিন। রাত পোহালেই পারথে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। গত দুই অস্ট্রেলিয়া সফরেই টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেদিক থেকে প্রত্যাশার চাপ রয়েইছে। তবে আরও অনেক চাপ রয়েছে ভারতীয় শিবিরে। নিয়মিত অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা পিতৃত্বকালীন ছুটিতে। প্রথম টেস্টে তাঁর পাশাপাশি পাওয়া যাবে না শুভমন গিলকেও। ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। নেতৃত্বের দিক থেকে অনেকটাই অভিজ্ঞ কামিন্স। দুই পেসার-ক্যাপ্টেনের উপভোগ্য লড়াই দেখার অপেক্ষা।

অস্ট্রেলিয়ায় ম্যাচ থাকলে ভারতীয় ক্রিকেট প্রেমীদের ঘুমের ব্যাপারে কিছু ক্ষেত্রে আপোস করতে হয়। রুটিন মেনে চলা ক্রিকেট প্রেমীদের অবশ্য খুব একটা সমস্যা হয় না। তাঁরা নির্দিষ্ট একটা সময়ে ঘুমোতে যান, উঠেও পড়েন। কিন্তু অনেকেই থাকেন, যাঁরা অনেক দেরিতে ঘুমোন। স্বাভাবিক ভাবেই তাঁদের ক্ষেত্রে তাড়াতাড়ি ওঠা কষ্টকর। তবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য না হয় একডজন অ্যালার্মও সেট করা যায়! কিন্তু ম্যাচ কোথায় দেখবেন, ভারতীয় সময় অনুযায়ী কখন শুরু হবে, সেটাও তো মুখস্থ রাখতে হবে!

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু পারথে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু কাল, শুক্রবার সকাল ৭.৫০ মিনিটে। টস সকাল ৭.২০ মিনিটে। আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে এটিই ম্যাচের টাইমিং। বৃষ্টি হলে, যার সম্ভাবনা ক্ষীণ, তবু সে ক্ষেত্রে দেরি হবেই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours