কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, মিথ্যা প্রতিশ্রুতির ফল ভোগ করছে রাজ্যের সাধারণ মানুষ। তাদের এই রাজনীতির শিকার হচ্ছেন গরিব মানুষ, যুব সমাজ, কৃষক ও মহিলারা। এই প্রতিশ্রুতির সুবিধা তাঁরা পাচ্ছেন না যেমন, তেমনই যেসব প্রকল্প ছিল, সেগুলিও বন্ধ হয়ে যাচ্ছে।


নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি। কিন্তু, সেই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়ন সম্ভব? এই নিয়েই এবার কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রদেশ কংগ্রেস নেতাদের পরামর্শ দিয়েছেন, এমন প্রতিশ্রুতি দিতে যেগুলো আর্থিকভাবে সম্ভব। তারপরই শুক্রবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “কংগ্রেস বুঝতে পেরেছে যে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া সহজ। কিন্তু সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন কিংবা অসম্ভব। একের পর এক প্রচারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে। যদিও তারা জানে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়।” এখন কংগ্রেস মানুষের কাছে ধরা পড়ে গিয়েছে বলে আক্রমণ করেন মোদী।


প্রধানমন্ত্রী আরও লেখেন, “যেসব রাজ্যে এখন কংগ্রেস রয়েছে, সেগুলো দেখুন। হিমাচল প্রদেশ, কর্নাটক এবং তেলঙ্গানা। সেখানে সেখানকার উন্নয়ন ও আর্থিক স্বাস্থ্য ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours