কেউ টিভিতে, কেউ ওটিটিতে কেউ আবার মোবাইলে দেখেছিলেন পুষ্পা। তাঁদের আক্ষেপও ছিল বড়পর্দায় কেন দেখা হল না এই ছবি...। কেউ কেউ আবার এই ছবি দেখেই উঠতে পারেননি। এবার সকলকে চমকে দেওয়া খবর এল টিম পুষ্পা-র পক্ষ থেকে। 


পুষ্পা ২ ছবির আগেই মুক্তি পেতে চলেছে পুষ্পার প্রথম পার্ট। 
এখনও পুষ্পা পার্ট ১-ই দেখেননি? পার্ট ২-এর আগেই সিনেমাহলে মুক্তি পাচ্ছে এই ছবি


আল্লু অর্জুন, দক্ষিণী সুপারস্টার। ২০২১ সালে ভাগ্য চাকা ঘোরে তাঁর। সৌজন্যে পুষ্পা। রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে উঠেছিলেন এই ছবির হাত ধরে। তবে তখন করোনা কাটিয়ে সবে ছন্দে ফিরছে গোটা বিশ্ব। তাই খুব একটা সিনেমাহল মুখো হননি দর্শকেরা। যদিও সেই মন্দার বাজারেই ছবি ২৪২ কোটি টাকা ঘরে তুলেছিল এই ছবি। পরবর্তীতে ছবির চর্চা গোটা বিশ্বে শুরু হয়ে যায়। তারপর থেকেই চলছে পুষ্পা ২ ছবি মুক্তির অপেক্ষা। তবে অনেকেই সেই পরিস্থিতিতে সিনেমাহলে গিয়ে দেখেননি এই ছবি। কেউ টিভিতে, কেউ ওটিটিতে কেউ আবার মোবাইলে দেখেছিলেন পুষ্পা। তাঁদের আক্ষেপও ছিল বড়পর্দায় কেন দেখা হল না এই ছবি…। কেউ কেউ আবার এই ছবি দেখেই উঠতে পারেননি। এবার সকলকে চমকে দেওয়া খবর এল টিম পুষ্পা-র পক্ষ থেকে। পুষ্পা ২ ছবির আগেই মুক্তি পেতে চলেছে পুষ্পার প্রথম পার্ট।

গোল্ডমাইন টেলিফিল্মস-এর পক্ষ থেকে জানানো হল, ২০২৪-এর ২২ নভেম্বর সিনেমাহলে হিন্দিতে আসতে চলেছে পুষ্পা। খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া ভক্তমহলে। মাঝে দুই বছরের বিরতি, পুষ্পা ২ দেখার আগে কী পুষ্পা রাজের আমেজ পেতে চান? তবে এটা অনুরাগীদের কাছে সুবর্ণ সুযোগ।

৫ ডিসেম্বর, আল্লু অর্জুন ভক্তদের কাছে উৎসবের দিন। কারণ বহু দিন অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ছবি। আল্লু অর্জুন অনুরাগীদের কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নভেম্বর মাস থেকেই পুষ্পা রাজ দেশ থেকে বিদেশের বুকে। ইতিমধ্যেই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ইতিহাস গড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ছবির ট্রেলারের ভিউ স্পর্শ করেছে ১০২০ লাখ। যা তেলুগু ছবির ইতিহাসে কখনও ঘটেনি। বিদেশের বুকেও একইভাবে ঝড় তুলল এই ছবি। ইতিমধ্যেই এক মিলিয়ন ডলার ছাড়িয়েছে লক্ষ্য মাত্রা। ফলে ‘পুষ্পা ২’-ই প্রথম ভারতীয় ছবি, যা এত দ্রুত বিদেশের বক্স অফিসে অগ্রীম বুকিং-এ ঝড় তুলেছে। ছবি মুক্তি পেতে এখনও বাকি ১৪ দিন। তার আগেই আল্লু জ্বরে কাবু দেশ থেকে বিদেশের ভক্তরা। সিনেপাড়ার অনুমান এই মুক্তির প্রথমদিনেই প্রায় ৩০০ কোটি ঘরে তুলতে চলেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours