খবর সম্প্রচার হয়। সেই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। রবিবার ভার্চুয়াল বৈঠক করে মিড ডে মিল চালু করবার জন্য নির্দেশ দেয় জেলা স্কুল পরিদর্শক । সেই নির্দেশ অনুসারে সোমবার থেকেই স্কুলে শুরু হয়েছে মিড ডে মিল । মিড ডে মিল চালু হওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরা ।
চার দিন বন্ধ ছিল মিড ডে মিল, প্রধান শিক্ষকের অভিযোগে ফের শুরু
মিড ডে মিল শুরু
চারদিন বন্ধ থাকার পরে শুরু হয়েছে মিড ডে মিল। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া যাদবচন্দ্র হাই স্কুলে প্রধান শিক্ষকের অসহযোগিতার কারণে চার দিন বন্ধ ছিল মিড ডে মিল, তেমনি অভিযোগ তুলেছিল সহ প্রধান শিক্ষক ।
খবর সম্প্রচার হয়। সেই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। রবিবার ভার্চুয়াল বৈঠক করে মিড ডে মিল চালু করবার জন্য নির্দেশ দেয় জেলা স্কুল পরিদর্শক । সেই নির্দেশ অনুসারে সোমবার থেকেই স্কুলে শুরু হয়েছে মিড ডে মিল । মিড ডে মিল চালু হওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরা । অন্যদিকে মিড ডে মিলের রান্নার কাজে নিযুক্ত মহিলারা জানাচ্ছে, “আমরা বাকি টাকা পেয়ে গিয়েছি, মিড ডে মিল আবার চালু হয়েছে ।”
এই বিষয়ে স্কুলের সহ প্রধান শিক্ষক জানিয়েছেন খবর সম্প্রচার হওয়ার পরেই প্রশাসনের তরফ থেকে ভার্চুয়াল বৈঠক করে মিড ডে মিল চালু করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।
এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন কুমার প্রামাণিক জানিয়েছেন, কনিয়াড়া যাদব চন্দ্র হাই স্কুলের মিড ডে মিল বন্ধ খবর সম্প্রচার হতেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মিড ডে মিল চালু করবার ব্যবস্থা করা হয়েছে ।
Post A Comment:
0 comments so far,add yours