২০২৪ এর মিত্রশিবির কাপে চ্যাম্পিয়ন সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথরপ্রতিমা ও রানার্সআপ দল নামখানা মৈত্রী সংঘ
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম সুরেন্দ্রনগররের স্কুল মাঠে দুর্বাচটি মিত্রশিবিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছিল দুই দিন ব্যাপী ৮ দলীয় মিত্রশিবির কাপ ২০২৪। ১৫ই নভেম্বর শুক্রবার উদ্বোধন হওয়া এই খেলার প্রথম পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ ৭০ হাজার টাকা।
১৬ই নভেম্বর এই খেলায় ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল একটি দল হলো নামখানা মৈত্রী সংঘ অপর একটি দল পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। ফাইনালে খেলা চলছিল টানটান উত্তেজনাপূর্ণ। ফাইনাল খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে নামখানার মৈত্রী সংঘের হয়ে সোমনাথ সরদার দুর্ধর্ষ একটি গোল করে দলকে এগিয়ে দেয় অন্যদিকে পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন ১ গোলে পিছিয়ে পড়ে। ফাইনাল খেলার শুরুতে এক গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাথরপ্রতিমা সোনার বাংলায় এসোসিয়েশন। এরপর দ্বিতীয়ার্ধের খেলার শেষের মুহূর্তে তিন মিনিটে দুটি গোল করে দলকে ২-১ গোলে চ্যাম্পিয়ন করে দেয় পাথরপ্রতিমা সোনার বাংলা দলের প্লেয়ার লক্ষ্মী মান্ডি।
ফাইনাল খেলার শেষে চ্যাম্পিয়ন দল হিসেবে নির্বাচিত হয় পাথরপ্রতিমা সোনার বাংলায় এসোসিয়েশন এবং রানার্স আপ দল হিসেবে নির্বাচিত হয় নামখানা মৈত্রী সংঘ।
১৬ই নভেম্বর শনিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন দল পাথরপ্রতিমা সোনার বাংলা এসোসিয়েশনের হাতে সুদৃশ্য ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দলের হাতে সুদৃশ্য ট্রফি সহ নগদ ৭০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours