কার্টুনের চরিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল কাকদ্বীপের সোহম
খালি চোখে দেখলে বোঝার উপায় নেই। কিন্তু কাকদ্বীপের পূর্ব বাজারের বাসিন্দা সোহম বেরা মানসিকভাবে ৬০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক। বর্তমানে সোহম স্নাতকের প্রথম বর্ষের ছাত্র। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে ভালবাসেন।
এছাড়াও টিভিতে কার্টুন দেখতেও তিনি খুব পছন্দ করেন। আর সেই কার্টুনের চরিত্র তিনি রং তুলির মাধ্যমে খাতাতে ফুটিয়ে তোলেন। কার্টুনের চরিত্র এঁকেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন কাকদ্বীপের সোহম।
সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর মাধ্যমে
স্টাফ রিপোর্টার মুন্না সরদা
Post A Comment:
0 comments so far,add yours