বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার-সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোমা রাখা আছে, এমনটাই খবর আসে দিল্লির কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গেই জিআরপি, আরপিএফ-কে খবর দেওয়া হয়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাধ্য হয়ে উত্তর প্রদেশের গোন্দা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন।
বোমা রাখা আছে, সবাই মরবে', বোমাতঙ্ক ছড়াতেই চলন্ত ট্রেনে হুড়োহুড়ি, মাঝপথেই দাঁড়িয়ে গেল এক্সপ্রেস
ফাইল চিত্র।
চলন্ত ট্রেনে বোমাতঙ্ক। মাঝ পথে দাঁড়িয়ে গেল ট্রেন। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বিমানের পর এবার বোমাতঙ্ক ট্রেনে। ১২৫৬৫ বিহার-সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে বোমা রাখার উড়ো খবর আসতেই আতঙ্ক ছড়ায়। উত্তর প্রদেশের গোন্দায় বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে দেওয়া হয়।
শুক্রবার বিকেলে বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার-সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোমা রাখা আছে, এমনটাই খবর আসে দিল্লির কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গেই জিআরপি, আরপিএফ-কে খবর দেওয়া হয়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বাধ্য হয়ে উত্তর প্রদেশের গোন্দা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারা এসে গোটা ট্রেন তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ পরে ট্রেনটি ছাড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কে বা কারা এই ভুয়ো হুমকি দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ট্রেনে বোমা রাখা আছে, এই খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। হুড়োহুড়ি পড়ে যায়। গোন্দা স্টেশনে ট্রেন দাঁড়াতেই অনেক যাত্রী ভয়ে ট্রেন থেকে নেমে পড়ে।
Post A Comment:
0 comments so far,add yours